বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো তিন জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে রাতে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক, ফটো সাংবাদিক নাদিম ও নিজাম সহ মোট ২১ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এই পর্যন্ত ১৬ জনের মরদেহ জেলা প্রশাসনের উপস্থিতি স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। ফতুল্লার তল্লা এলাকাটিতে ঘনতিবসতি হওয়ায় শ্রমিকদের বসবাস বেশী। তাই নারায়ণগঞ্জে ৮ জনের লাশ জানাযা শেষে কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। বাকি মরদেহগুলো নিহতের স্বজনরা তাদের গ্রামের বাড়ি নিয়ে জানাযা শেষে দাফন সম্পন্ন করে। এলাকাবাসী ও জেলা প্রশাসনের সহযোগীতায় সহযোগীতায় এই লাশগুলো দাফন সম্পন্ন করা হয়। একদিকে মৃত্যুর মিছিলের সংখ্যা বাড়ছে অন্য দিকে স্বজনদের বাড়ি লাশ গুলো একে একে আসতে শুরু করেছে। স্বজনরা ও এলাকাবাসীও পথ চেয়ে বসে নিহতের লাশটি শেষ এক পলক দেথার জন্য। কেউবা আবার আশায় বুক বেঁধেছে দগ্ধদের সুস্থ্য হয়ে বাড়ি ফিরার অপেক্ষায় । এদিকে স্বজনদের কান্নায় ও আহাজারীতে ভারী হয়ে উঠেছে বিস্ফোরণের পুরো এলাকা।
তল্লার এই মসজিদে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিস, তিতাস গ্যাস ও জেলা প্রশাসনের পক্ষে তিনটি কমিটি গঠন করা হয়েছে। তারা ধারনা করছে গ্যাসের লিকেজ থেকে এই সূত্রপাত হতে পারে। এদিকে মসজিদ কমিটি ও স্থানীয় এলাকাবাসী গ্যাসের লিকেজ থেকেই এই বিসফোরন হয়ে থাকতে পারে বলে দোষারোপ করেছেন। আজ রাত ১১ অবধি বিভিন্ন আলামত গ্রহন করে তদন্ত কার্যক্রম চালানো হয়েছে। আগামী সকাল আবার এই তদন্ত পক্রিয়া চালানো হবে জানান তদন্ত কমিটি। ১০ কার্য দিবসের মধ্য এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে জানান তারা।
এসময় বিদুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নূসরুদ হামিদ বিপু ঘটনাস্থ পরিদর্শনে এসে বলেন, এখনও তদন্ত কমিটির রিপোর্ট হাতে আসেনি। আমি ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছি, মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষনিক এ মসজিতে বিস্ফোরনের ঘটনা মনিটরিং করছে। আহত ও মুমুর্ষ রোগিদের চিকিসা সেবা নিশ্চিত করতে সবরকমের ব্যাবস্থা করা হয়েছ।
মন্ত্রী আরো বলেন, এ ধরনের দুর্ঘটনা শুধু প্রতিষ্ঠানের পক্ষে একা রোধ করা সম্ভব না। পাশাপাশি মানুষকেও সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। মসজিদের বেতর গ্যাস পাইপ লিকেজ সংস্কার করতে তিতাসের ঘুস দাবি এমন প্রশ্নের উত্তরে বলেন আমার প্রতিষ্ঠানের কেউ দায়ি হলে তদন্ত করে তাদের বওরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে। আর মসজিদ নির্মানে রাজউকের অনুমতি নেই, এ এলাকায় অবৈধ গ্যাস লাইনের ছড়াছড়ি। যারাই এ দুর্ঘটনায় দায়ি থাকবে ব্যাবস্থা গ্রহন করা হবে।
নারায়ণগঞ্জের ফতুল্লা পশ্চিম তল্লায় বাইতুল সালাত মসজিদের বিস্ফোরনে অগ্নি দ্বগ্ধ হওয়া ঘটনাস্থল পরিদর্ষনে এসে মন্ত্রী এসব কথা বলেন। এছাড়াও ঘটনা স্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস এন্ড সিবিল ডিফেন্সের ডিজি সাজ্জাদ হোসেন এবং নারায়ণগঞ্জ ফতুল্লা চার আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান।
এমপি শামীম ওসমান জানান, তল্লা মসজিদে বিষ্ফোরণ ঘটনাটি নাশকতার ঘটনাও হতে পারে বলে তিনি ধারণা করেন। তাই এক্সপার্ট দিয়ে গভীরভাবে তদন্ত করার অনুরোধ জানান এই এমপি।
গতকাল রা পৌনে নয়টার দিকে বাদ এশার নামাজ শেষে নারায়ণগঞ্জের তল্লা মসজিদে বিস্ফোরণে ৪০ দগ্ধ হয়েছেন। দগ্ধদের প্রথমে নারায়ণগঞ্জে জেনারেল হাসপাতালে পরে সেখান থেকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধদের ২১ জন মৃত্যুবরণ করেছেন । বাকিদের অবস্থাও আশাংকা জনক রয়েছে।