বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা বায়তুল মোকাররম চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় নিহতের ঘটনায় সারাদেশে ডাকা মত নারায়ণগঞ্জেও সকাল সন্ধ্যা হরতাল পালন করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সকাল থেকে নারায়ণগঞ্জ শহরসহ উপজেলা শহরগুলো কর্মমুখর ও স্বাভাবিক থাকলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল থেকে সাইনবোর্ড পর্যন্ত এলাকায় তান্ডব চালিয়েছে হেফাজতের কর্মী-সমর্থকরা। সড়কটিতে যান চলাচল বন্ধ রাখতে সকাল থেকেই বাঁশ, কাঠ ও টায়ার জ্বালিয়ে অবস্থান নেয় পিকেটাররা। হরতাল না মেনে গাড়ি চলাচল করায় বেশকিছু যানবাহন ভাঙচুর ও ট্রাকে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় পুলিশ পিকেটারদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে সংঘর্ষের সৃষ্টি হয়। দফায় দফায় সংঘর্ষে সন্ধ্যা পর্যন্ত সাংবাদিক, পুলিশ, পিকেটার ও সাধারণ পথচারীসহ অন্তত ৩০ জন আহত হয় বলে পুলিশের সূত্রে জানা গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড, সানারপাড়, মৌচাক ও শিমরাইল এলাকায় হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একদিকে ছত্রভঙ্গ করে অন্যদিকে সড়কে অগ্নিসংযোগ করে হরতালকারীরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়া হেফাজতের পিকেটারদের হাতে হরতালে দায়িত্ব পালন করতে গিয়ে শিমরাইল-সাইনবোর্ড এলাকায় অন্তত সাতজন সংবাদকর্মী মারধরের শিকার হয়েছেন। চুর্ণবিচূর্ণ করে দেয়া হয়েছে কয়েকটি বেসরকারি টেলিভিশনের গাড়িও। পরে প্রশাসনের তৎপরতায় সাইনবোর্ড এলাকায় যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও পরিস্থিতি এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে টিয়ারশেল ও ফাঁকা গুলিতে শাকিল (৩২) ও অজ্ঞাতনামা একজনসহ দু’জন আহত হয়েছে। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।