প্রেস বিজ্ঞপ্তি, বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়ার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব নেতৃবৃন্দ। ১৭ অক্টোবর সোমবার বিকেল ৩ টায় জেলা প্রশাসকের দপ্তরে হাজির হয়ে তারা এ সৌজন্য সাক্ষাত করেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউসুল আযম।
এদিকে, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে সদ্য যোগদানকারী অনারেবল মেম্বার মো: রেজাউল ইসলাম পাঠানকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের সাথে এ সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, সাধারণ সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, দপ্তর সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন ও কার্যকরী সদস্য এমএ মান্নান ভূইয়া’সহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।