বিজয় বার্তা ২৪ ডট কম
শহরের ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যদের ক্লাব থেকে যেকোন পরিমান মূল্যের কেনাকাটা করতে এখন থেকে আর নগদ টাকার লেনদেন করতে হবেনা। নগদ টাকার লেনদেনকে প্রথার বদলে শনিবার ১২ মে রাত ৮টায় সদস্যের মাঝে ক্যাশকার্ড উদ্বোধনের মধ্য দিয়ে ডিজিটাল পদ্ধতিতে লেনদেনের কার্যক্রম চালু করেছে প্রতিষ্ঠানটি। এই ক্যাশকার্ড ব্যাংকের ডেবিট কার্ডের মত ব্যবহার করতে পারবেন ক্লাব সদস্যরা।
প্রতিষ্ঠানটির অবকাঠামোর যুগান্তকারী উন্নয়নে নেতৃত্ব এবং ভূমিকা পালন করা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান উক্ত ক্যাশকার্ড পদ্ধতির উদ্বোধন করেন। এর আগে আধুনিক অবকাঠামো দিয়ে নতুন ভাবে তৈরি করা একটি লবির উদ্বোধন করেন এমপি সেলিম ওসমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহম্মেদ টিটু, সিনিয়র সহ সভাপতি ডাক্তার ফেরদৌসুর রহমান, সাবেক সভাপতি খবির উদ্দিন আহম্মেদ, এম সোলায়মান, মাহমুদ হোসেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের সহ ক্লাব পরিচালনার কার্যকরী কমিটির সদস্য সহ শতাধিক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।
উদ্বোধন কার্যক্রম শেষে ক্লাবের শীতলক্ষ্যা কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় ক্লাবের ইজিএম অনুষ্ঠিত হয়েছে।