বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জের নিতাইগঞ্জে দোতলা একটি ভবনে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন ও ৮ জন আহত হয়েছেন।
শনিবার (১৮ মার্চ) সকাল ৯ টার দিকে নগরীর ডালপট্টি এলাকায় ইলিয়াস দেওয়ানের মালিকাধীন ভবনে এই দূর্ঘটনা ঘটে। তিতাসের গ্যাস লাইনের লিকেজে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে এ ধরণের আলামত পাওয়া গেছে বলে জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সাত ইউনিটের প্রায় দেড় ঘন্টা চেষ্টায় বিস্ফোরণের আগুন নিয়ন্ত্রনে আসে। এ ঘটনায় ধ্বসে গেছে ভবনের পেছনের অংশ এবং দুতলার সামনের অংশ ধ্বসে রাস্তায় পরে গেছে। ভবনটি ছিল জরাজীর্ন ও শত বছরের পুরনো। এই ভবনে এর আগেও একাধিকবার ঘটেছে আগুন বিস্ফোরণের ঘটনা।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুউদ্দিন জানান, প্রাথমিকভাবে বিস্ফোরণের ঘটনাস্থলে গ্যাস লাইনের আলামত পাওয়া গেছে। ধারনা করা যাচ্ছে গ্যাস লাইনের লিকেজে জমে থাকা গ্যাস এই বিস্ফোরণ হয়। তবে বিস্ফোরণে মূল কারন ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত শেষে বলা যাবে।
দগ্ধরা হলেন, হোসেন,রাজন, রবি, হজরত,জাহাঙ্গীর, সেন্টু,বিল্লাল,নাহিদ ও আওলাদ হোসেন যিনি মারা গেছেন।
এই ভবনের রাজলক্ষ্মী ভান্ডার নামে ডালে দোকানে এই বিস্ফোরণের আগুন লাগে বলে জানায় স্থানীয়রা।
প্রতিষ্ঠানটির মালিক রাজনও দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সুপার জানান, জরাজীর্ন একটি ভবনে বিস্ফোরণের পর আগুন লেগে যায়৷ ভবনটির দেয়ার ধসে পড়েছে৷ এতে একজন মারা গেছেন। বিস্ফোরণের কারণ জানতে এবং ভবনের ভেতর কেউ অাটকে অাছে কিনা অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস ও জেলা পুলিশ কাজ করছে৷