বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ত্রিপদী এলাকায় কনকা ইলেকট্রনিক ফ্রিজ পণ্য প্রস্তুতকারী কারখানায় সংঘটিত আগুন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় সাড়ে সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
রবিবার বেলা ১১ টায় এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। দুপুর আড়াই টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ডাম্পিংয়ের কাজ শুরু করে। এখন পর্যন্ত তারা ডাম্পিংয়ের কাজ৷ করছেে।
এই আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ, ডেমরা, সোনারগাঁও, বন্দর, মেঘনা ও গজারিয়া স্টেশনের ১২টি ইউনিট ও ৮০ জন কর্মী। এতে সহায়তা করে পুলিশ, র্যাব, স্বেচ্ছাসেবী ও স্থানীয়রা। এই অগ্নিকান্ডে দুজন আহতের খবর প্রতক্ষ্যদর্শীদের থেকে পাওয়া যায়।
শ্রমিক ও প্রতক্ষ্যদর্শীরা জানান, সকালে কাজে যোগদান করার পরপরই আগুন লাগে। ফ্রিজ ও টিভি তৈরী করা হতো এখানে। কারখানায় টিভি ও ফ্রিজ মজুত ছিলো ও প্রস্তুত কাজ চলমান ছিলো। সকালে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, বেলা ১১টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত নারায়ণগঞ্জ ও ঢাকার ১২ টি ইউনিট আগুন সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিযন্ত্রণে আনেন।
তিনি জানান, আমরা খতিয়ে দেখছি কারখানায় ফায়ার সেফটি প্লান আছে কিনা না। আমরা ফায়ার সেফটির বিষয়টি তদারকি করছি। একই সাথে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে সেই তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের সূত্রপাত জানাবেন।