বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের টানবাজারে রাজস্ব ফাঁকি দেওয়া প্রায় এক কোটি টাকা মূল্যের বন্ড সূতা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট কর্তৃপক্ষ। রবিবার বিকেল ৫ টায় সদর থানাধীন টানবাজার সূতা পট্টি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় এই সূতা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। লোডিং অবস্থায় মাল উদ্ধার হওয়া ট্রাকের নাম্বার-ঢাকা মেট্রো-ট-১১-২২১১।হাজী বিল্লাল হোসেনের বিসমি ইয়ার্ণ ট্রেডিংয়ের এর গুদাম থেকে এই সূতা উদ্ধার করা হয় বলে জানা যায়।
এ ব্যাপারে ঢাকা কাস্টমস কমিশনারেটের ডেপুটি কমিশনার রেজভী আহমেদ জানান, নারায়ণগঞ্জের টানাবাজার এলাকায় বন্ডের সুবিধায় আনিত অবৈধভাবে খোলা বাজারে লেনদেন হচ্ছে ।আইন অনুযায়ী অবশ্যই এটা চোরা চালান।আমরা অভিযোগের ভিত্তিতে আজকে এই অভিযান পরিচালনা করি। নাম বিহীন একটি গোদাম এবং আন লোড বা লোডিৎ করা অবস্থায় একটি ট্রাক থেকে প্রায় ১০ টন সূতা আমরা জব্দ করি।যার আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা। এ ঘটনায় এই মূহুর্তে আমরা কাউকে আটক করিনি। আমরা তদন্ত স্বাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবো।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা কাস্টমস কমিশনারেটের এ্যাসিটেন্ট কমিশনার আল আমিন সরকার, নারায়ণগঞ্জ কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের কর্মকর্তা ও বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এর কর্মকর্তাবৃন্দ।