বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদী থেকে বোরকা পরা এক নারীর লাশ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ। সোমবার দুপুরে টানবাজার গুদারাঘাট এলাকা থেকে নারীর লাশটি উদ্ধার করা হয়েছে।
নৌ থানার ওসি শহিদুল ইসলাম জানান, টানবাজার গুদারাঘাটের পাশে শীতলক্ষ্যা নদীতে বোরকা পরা এক নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধ গলিত নারীর লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে লাশটি কয়েক দিনের আগের।
তিনি আরো জানান, ওই নারী মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ জানার জন্য লাশটি ময়নাতদেন্তর জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।