বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমান মেয়র আইভীর সমালোচনা করে বলেন, আইভীর সাথে আমার কোন বিরোধ নেই। আমি আইভীকে ছোট বোনের মত দেখি। গত সিটি কর্পোরেশন নির্বাচনে টাকা ছিটিয়ে বিএনপির ভোট কিনে মেয়র হন আইভী। তখন তিনি তৃণমূল আওয়ামী লীগের সাথে ছিল। কিন্তু বিএনপি ও জামায়াত বিরোধী সমাবেশে তিনি এলে সেখানে জামাত বিরোধী শ্লোগান দিলে আইভী মঞ্চ ছেড়ে চলে যেতেন এবং বলতেন যে জামাত বিরোধী শ্লোগান দেওয়া যাবে না। এমনকি আইভী প্রথম আলোর গোল টেবিল বৈঠকে শেখ হাসিনার সম্পর্কে সমালোচনা করেছেন। সে কিভাবে একজন প্রধানমন্ত্রীর সমালোচনা করেন। আইভী আমাকে বিভিন্ন অনুষ্ঠানে গাল মন্দ করে যা খুশি তাই বলে। তা আমি কিছু মনে করি না।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ বার ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে সে সমালোচনা করে তা আমরা মেনে নিবো। তৃনমূলের নেতৃবৃন্দ তাকে ছেড়ে কথা বলবে না। সে নারায়ণগঞ্জ শহরের কোন উন্নয়ন ঠিক মতো করে নাই। শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে যানজট প্রতিনিয়ত ও রাস্তার পাশে ময়লার দূর্গন্ধে জন দুর্ভোগ হচ্ছে। কিন্তু সে কোন ব্যবস্থা নিচ্ছে না। সে আসলে নারায়ণগঞ্জের মানুষ শান্তিতে থাকুক তা চায় না।
তিনি আরো বলেন, সুফিয়ানের মত এক জন লুইচ্চা ব্যক্তির সাথে মেয়র আইভী এক রিক্সায় কিভাবে চলাচল করে এবং সিটি কর্পোরেশনের ৮৫% সরকারি টেন্ডার পায় সুফিয়ান। আমার কাছে সিটি কর্পোরেশনের দূর্নীতির ৪/৫ শত লক্ষ টাকার দলিল সহ প্রমাণ আছে সময় মত তা দেখাবো। কেউ যদি নারায়ণগঞ্জ আওয়ামী লীগের বিরোধ সৃষ্টি করার চেষ্টা করলে বঙ্গবন্ধুর সৈনিকেরা কাউকে ছেড়ে দিবে না।