বিজয় বার্তা ২৪ ডট কম
নির্বাচনী প্রচার প্রচারনা ও গনসংযোগ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্যানেলের প্রার্থীরা।
বুধবার কোর্ট আওয়ারস শেষে আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থী সভাপতি এড. আনিছুর রহমান দিপু ও সাধারণ সম্পাদক এড. হাবিব আল মুজাহিদ পলু সহ বিভিন্ন পদের প্রার্থী গন সহ আওয়ামীলীগ সর্মথিত আইনজীবীরা এই নির্বাচনী প্রচারনা চালান।
এ সময়ে তারা আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদেরকে বিজয়ী করতে আদালত পাড়ায় গন সংযোগ ও মিছিল বের করেন। আওয়ামীলীগ পন্থী আইনজীবীদের শ্লোগানে মুখরিত হয়ে উঠে আদালত পাড়া। শ্লোগানে সবাই বলেন সবার সেরা পরিষদ জয় বাংলা ও মুক্তিযুদ্ধের পরিষদ দিপু-পলু পরিষদ। এসময় আইনজীবী ভোটারদের কাছে দোয়া ও ভোট চান প্রার্থী গন ।