বিজয় বার্তা ২৪ ডট কম
অবশেষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার শা’দাত সায়েম কে সভাপতি ও সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান কে সাধারণ সম্পাদক এবং সরকারি তোলারাম কলেজের সাবেক জিএস ও জেলা ছাত্রদল নেতা শাহ আলম ভূঁইয়া কে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি ।
মঙ্গলবার ( ২৬ জুন ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৮ টি জেলা ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে ।
কমিটির বাকি সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মোল্লা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহ সভাপতি জাকারিয়া সালেহ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান সালাউদ্দিন ,সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু ।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক শেরপুর জেলা, নারায়ণগঞ্জ জেলা, জামালপুর জেলা, মেহেরপুর জেলা, চাপাই নবাবগঞ্জ জেলা, রাজবাড়ী জেলা, পিরোজপুর জেলা ও কুড়িগ্রাম জেলার আংশিক কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে ঘোষিত ইউনিট কমিটির পূর্ণাঙ্গ তালিকা একই সাথে অধীনস্থ সকল ইউনিট কমিটি গঠন করে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয় ।