বিজয় বার্তা ২৪ ডট কম
শুক্রবার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব রাব্বী মিয়া এর নেতৃত্বে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবদুল হামিদ মিয়া এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সোনারগাঁ জনাব শাহীনুর ইসলামসহ জনাব সারওয়াত মেহজাবীন, জনাব রুবায়েৎ ফেরদৌসী, জনাব প্রত্যয় হাসান, জনাব রিফাত ফেরদৌস, জনাব জ্যোতি বিকাশ চন্দ্র, জনাব জাহাঙ্গীর আলম নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনার মাধ্যমে জেলা পুলিশ, আর্মড আনসার, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ ব্যাটারী ম্যানুফেকচারার এসোসিয়েশন এর প্রতিনিধির সহায়তায় সকাল ১০:০০ ঘটিকা হতে রাত ৯:০০ ঘটিকা পর্যন্ত ১২ ঘন্টা বিরতিহীন অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিবরণ নিম্নরূপ ঃ
১। প্রাইম ওয়াশিং প্লান্ট এর এসিড মজুদাগার সিলগালাকরণ।
২। প্রাইম জিন্ম কালচার এর মাসিক সমস্ত কাগজাদি জমা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।
৩। ডোন ইয়াং ব্যাটারী ম্যানুফেকচারার, যাত্রামোড়া, রূপগঞ্জ।
৪। তেইনাইং ব্যাটারী ম্যানুফেকচারার, যাত্রামোড়া, রূপগঞ্জ।
৫। জং নিং ব্যাটারী ম্যানুফেকচারার, যাত্রামোড়া, রূপগঞ্জ।
৬। জোং ইউয়ান ইন্টারন্যাশনাল, আনন্দ ডক ইয়ার্ড, সোনারগাঁ।
মালিকগণ বিদেশী নাগরিক হওয়ায় আইন অনুযায়ী কোম্পানীগুলো স্বেচ্ছায় তাদের দ্বারা তালাবদ্ধ করানো হয়।এক্ষেত্রে জমিদাতা ৩০০/- জন জুডিসিয়াল স্ট্যাম্প এ মুছলেকা প্রদান করেন যে আইন অনুযায়ী এসিড লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র পাওয়ার পর তার এই কোম্পানীকে পূনরায় ভাড়া প্রদান করবেন অন্যথায় সকল প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোন প্রকার আপত্তি থাকবে না।
৭। আনন্দ শিপইয়ার্ড সোনারগাঁ, সমস্ত কাগজ পত্রাদি তলব করে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরন করবেন।
৮। ৬ জন কিশোর-কিশোরীকে স্কুল চলাকালীন সময়ে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এলাকায় আপত্তিকর অবস্থায় পাওয়ার পর তাদের পিতা-মাতার নিকট হতে মুছলেকা গ্রহণ সাপেক্ষে সতর্ককরণপূর্বক ছেড়ে দেওয়া হয় (প্রত্যেকের বয়স ১৫ বছর বা তার কম)