বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে নতুন করে ৫০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এই পর্যন্ত জেলায় ১১২৩ জন মোট আক্রান্ত হয়েছেন আর মোট মৃত্যূ ৫১ জন। গত চব্বিশ ঘন্টায় নতুন কোন মৃত ও সুস্থ্যের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিস। গত চব্বিশ ঘন্টায় ১৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই পর্যন্ত জেলায় মোট ৩৮৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই পর্যন্ত মোট ৫৮ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।
এদিকে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, জেলা পুলিশের এই পর্যন্ত মোট ৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা আইসোলেশনে আছেন। তারা সবাই সুস্থ্য আছেন। এদিকে করোনা রোগী প্রিয়াংকা সাহা নামে এক নারী পুলিশ সদস্য সুস্থ্য হয়ে উঠেছেন।