বিজয় বার্তা ২৪ ডট কম
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে মহানগরের সভাপতি কাজিম উদ্দিন প্রধান’র নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ।
মঙ্গলবার ( ২১ ফেব্রুয়ারি ) সকালে জেলা ও মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দের সাথে নিয়ে প্রভাত ফেরী শেষে শহরের চাষাড়াস্থ পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে ৫২ এর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি বিজড়িত শহীদ মিনারে ফুলেল পুষ্পস্তবক অর্পণ করেন তারা ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আসলাম, সাংগঠনিক সম্পাদক সবুজ শিকদার, মহানগরের প্রচার সম্পাদক রকিবুল হাসান রিয়ন, জেলা মহিলা শ্রমিক লীগের সভানেত্রী খোদেজা খানম নাসরিন প্রমুখ ।