বিজয় বার্তা ২৪ ডট কম
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সমগ্র নারায়নগঞ্জে উদযাপিত হয়েছে বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচী। এর মধ্যে রাত ১২টা ১ মিনিটে চাষাড়ার বিজয় স্তম্ভে ২১বার তোপ ধ্বনির মাধ্যমে পুস্পার্ঘ্য অর্পনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচী। এতে অংশ নেন সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা বাবলী, জেলা প্রশাসক মোঃ রাব্বি মিয়া এবং জেলা পুলিশ সুপার মঈনুল হক,সিভিল সার্জন আশুতোষ দাস,জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুল হাই,সদর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জেবিন বিনতে শেখ, চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল,নারায়নগঞ্জ সদর,ফতুল্লা মডেল এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক,সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। পরে সকাল বেলা ওসমানী স্টেডিয়ামে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে এবং স্বাধীনতা যুদ্ধের উপরে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপিত হয়। এ ছাড়াও নারায়নগঞ্জ ক্লাব মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক রাবিা¦ মিয়ার সভাপতিত্বে অংশ নেন এমপি সেলিম ওসমান,জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আলীসহ মুক্তিযোদ্ধারা।
এ ছাড়াও বন্দরে সমরক্ষে-৭১‘ এর ময়দানে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীতে অংশ নেন নারায়নগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান,উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল,উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হাবিব,থানার ওসি আবুল কালাম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল লতিফ,থানা আওয়ামীলীগ সভাপতি আঃ রশীদ,জেলা জাতীয় পার্টির সভাপতি আবু জাহেরসহ সর্বস্তরের জনতা। সেখানে বন্দর অটিজম চাইল্ড একাডেমীর সদস্যদের উপস্থাপিত নাটিকা প্রদর্শন ব্যাপক প্রশংসা কুড়ায়। এতে ২৮৬ জন শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। অটিজম একাডেমীর উন্নয়নে ১০ লাখ টাকা অনুদান ঘোষনা করেন এমপি সেলিম ওসমান।
আড়াইহাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আয়োজিত কর্মসূচীতে উপজেলা চেয়ারম্যান শাহজালার মিয়ার সভাপতিত্বে অংশ নেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু, উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সামাদ,ডেপুটি কমান্ডার কাজী ওয়াজউদ্দিন, এসিল্যান্ড নামা আশরাফি,আওয়ামীলীগ সাধারন সম্পাদক এড. আঃ রশীদ ভূইয়াসহ অন্যান্যরা।
অপরদিকে সোনারগাঁ উপজেলা প্রশাসন আয়োজিত আমিনপুর মাঠে কর্মসূচীতে অংশ নেন স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকা, উপজেলা নির্বাহী অফিসার আবু নাছের ভূঁইয়া,থানার অফিসার ইনচার্জ শাহ মঞ্জুর কাদের ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ সর্বস্তরের জনতা।
এ ছাড়াও ফতুল্লায় পঞ্চবটিতে নির্মিত শহীদবেদীতে ১৫ডিসেম্বর বিকালে পুষ্পার্ঘ্য অর্পন ও আলোচনা সভায় অংশ নেন জেলা প্রশাসক রাব্বি মিয়া,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী,অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন,সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান ভূইয়া,ইঞ্জিনিয়ার আবুল কাশেম, জামালউদ্দিন সবুজ, আবু হানিফসহ মুক্তিযোদ্ধাবৃন্দ। ১৬ ডিসেম্বর সকালে কাশিপুরের বিজয় র্যালি উদ্বোধন করেন থানা আওয়ামীলীগের সভাপতি সাইফউল্লাহ বাদল। আলীগঞ্জ ক্লাব আয়োজিত বিজয় র্যালিসহ বিভিন্ন কর্মসূচীতে নেতৃত্ব দেন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় শ্রমিক কল্যান ও উন্নয়ন বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ।