বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জ জেলা আইনজীবি সমিতির ২০১৬/১৭ নির্বাচন নিয়ে আদালত পাড়ায় চলছে নানা গুঞ্জন। এ গুঞ্জনের মাঝেই শোনা যাচ্ছে আওয়ামী প্যানেলে সেক্রেটারি প্রার্থী হিসেবে সিনিয়র অ্যাড. কামরুল আহসান, অ্যাড. মাসুদ-উর-রউফ, অ্যাড. মহসিন ও অ্যাড হাবিব পলুর নাম। এই চারজনের মধ্যে কাকে উপযুক্ত সেক্রেটারি প্রার্থী হিসেবে মনে করেন এমন প্রশ্নের জবাবে, সোনারগাঁ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র আইনজীবি সামসুল ইসলাম ভূইয়া, আড়াই হাজার থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও আইনজীবি সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবি আব্দুর রশিদ ভূইয়া ও নারায়নগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার, ১১ নং ওয়াড আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবি পরিষদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সিনিয়র আইনজীবী নূরুল হুদার সাথে সাক্ষাৎকারে তারা নারায়নগঞ্জ জেলা আইনজীবি সমিতির ২০১৬/১৭ নির্বাচনে সেক্রেটারি প্রার্থী সম্পর্কে তাদের নিজস্ব অভিমত ব্যক্ত করেন। তাদের মধ্যে কারো মতে সিনিয়র অ্যাড. কামরুল আহসান উপযুক্ত প্রার্থী। কারণ অ্যাড. কামরুল আহসানের বিচক্ষণতা এবং সদালাপী আচরন প্রশংসনীয়। তবে আওয়ামী আইনজীবি নেতৃবৃন্দগন মনে করেন মনোনয়নের ব্যপারে নির্বাচন সংশ্লিষ্ট ও মাননীয় সাংসদ জননেতা একেএম শামীম ওসমান যাকে উপযুক্ত প্রার্থী মনে করবের তিনিই হবেন আওয়ামী প্যানেলের সেক্রেটারি প্রার্থী।