বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন ৯৬ জন আক্রান্ত হয়েছেন। এই পর্যন্ত জেলায় মোট মৃত্যু ৯৪ জন ও মোট আক্রান্ত ৪০০৪ জন ছাড়িয়েছে। জেলায় করোনায় নতুন কোন সুস্থ্যতা নেই ও মোট সুস্থ্য ১৩২৮ জন। রুপগঞ্জ উপজেলায় নতুন ৩২ জন মোট ৭০০ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্য মোট দুইজন মৃত্যুবরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।
এদিকে নারাযণগঞ্জের রুপগঞ্জ ইউনিয়নে ২য় দিনের লকডাউন চলছে। আজকেও এই এলাকায় মানুষের ভিতর লকডাউন মানার বিষয়টি লক্ষ্য করা যায়নি। সকাল থেকেই মানুষ নানা অজুহাতে বের হচ্ছেন ও গাড়ি চলাচল করছেন এই এলাকায়। এদিকে মানুষকে লকডাউন মানাতে পুলিশ ও উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছেন। এই অভিযানে দোকান খোলা রাখায় ৬ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।