বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে আকিজ সিমেন্টের বেপরোয়াগামী ক্লিংকার বোঝাই জাহাজের ধাক্কায় সিমেন্ট ভর্তি বাল্কহেড নদীবক্ষে নিমজ্জিত হয়েছে। এতে বাল্কহেডের ৫কর্মচারী সাঁতার কেটে তীরে উঠলেও একজন নিখোঁজ রয়েছেন। শনিবার ভোরে জেলার কয়লাঘাট এলাকার শীতলক্ষ্যা নদীতে এ দুর্ঘটনাটি ঘটে। তথ্য সূত্রে জানা যায়,নিয়ামত শুকরিয়া নামক একটি বাল্কহেড নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জ আরসিম ঘাট এলাকার আকিজ সিমেন্ট ফ্যাক্টরী হতে সাড়ে ৭ হাজার বস্তা সিমেন্ট বোঝাই করে ভোর ৬টায় ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয। সোয়া ৬টার সময় মদনগঞ্জের অদূরবর্তী কয়লাঘাট এলাকায় পৌঁছলে এ সময় বিপরীত প্রান্ত হতে বেপরোয়া গতিতে আসা এমভি প্রিন্স অব লতিফ নামক ্একটি ক্লিংকার ভর্তি জাহাজ আচমকা ধাক্কা দিলে মুহুর্তের মধ্যে বালকহেডটি কয়েক হাত দূরে ছিঁটকে গিয়ে নদীবক্ষে নিমজ্জিত হয়। এ সময প্রাণ রক্ষার্থে বাল্কহেডে থাকা ৫ কর্মচারীর মধ্যে সুকানী ও অন্যান্যরা সাতার কেটে তীরে উঠেলেও বাবুর্চি মীর কাজী(৫০)এখনো নিখোঁজ রয়েছেন।