বিজয় বার্তা ২৪ ডট কম
জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আকতার বলেছেন, জাসদ হলো স্বাধীনতা যুদ্ধের পক্ষের শক্তির দল। জাসদ হলো এদেশের মাটি ও মানুষের নাম। জাসদ এদেশের কৃষক, শ্রমিক, মেহনতী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার বিকাল ৩টায় শহরের ২নং রেল গেইট এলাকায় নারায়ণগঞ্জ মহানগর জাসদের আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা মুক্তিযুদ্ধাদের সংগঠনের পক্ষের দল হলোও জাসদের সাথে বিরোধীতা হিল। দেরিতে হলেও আমরা আবারও ঐক্যবদ্ধ হয়েছি। চৌদ্দ দলের অন্যতম শরীক দল জাসদ। দেশের উন্নয়নে মানুষের জন্য শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি।
নারায়ণগঞ্জ মহানগর জাসদের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাহানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আকতার ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, সাংগঠনিক সম্পাদক মাহবুবা আক্তার লিপি, জেলা জাসদের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোহর আলী চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা ১৪ দলের সমন্বয়ক ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ও বিএনপির নেতৃত্বে বাংলাদেশের ওপর সশস্ত্র আক্রমন পরিচালনাকারী জঙ্গিরা দেশের শান্তি ও উন্নয়নের ধারা নষ্ট করছে। জঙ্গি দমনে চৌদ্দ দল ও মহাজোট সরকার প্রশাসনিক পদক্ষেপ গ্রহন করছে। পাশাপাশি চৌদ্দ দল এদের চিরতরে নির্মূল করতে রাজপথে সংগ্রাম পরিচালনা করছে। তার বিপরীতে গণতন্ত্রের পথ ত্যাগ করে বেগম খালেদা জিয়া ও বিএনপি তাদের লেলিয়ে দেয়া জঙ্গিদের রক্ষার জন্য মরিয়া হয়ে উঠছে, দেশ ও জনগনের ওপর পাল্টা হামলার অপষ্টো করছে। এ অবস্থায় দেশে দুর্নীতি ও বৈষম্যের অবসান করতে এবং সুশাসন ও সমাজতন্ত্র কায়েমের লক্ষ্যে শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জঙ্গি নির্মূলের পাশাপাশি এখনই জঙ্গি নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপিকে বর্জন ও বিচারের দাবী জানাই।