বিজয় বার্তা ২৪ ডট কম
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম শরীক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) মোসলেম উদ্দিন আহমেদকে মেয়র প্রার্থী দেওয়ায় চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন জেলা আওয়ামলীগের সহ সভাপতি সেলিনা হায়াৎ আইভী। আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ দলের হাইকমান্ডের সিদ্ধান্তে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহষ্পতিবার বিকেলে জেলা রিটারিং অফিসারের কাছে এই মনোনয়ন পত্র জমা দেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন- জেলা জাসদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক মো. শাহজাহান, জেলা গনতন্ত্রী পার্টি’র সাধারণ সম্পাদক মকবুল হোসেন মুকুল, ফতুল্লা থানা সভাপতি সৈয়দ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা সাধারণ সম্পাদক আব্দুল গফুর, বন্দর থানা’র সম্পাদক গনি মিয়া, জেলার দপ্তর সম্পাদক মো. মহসিন আহমেদ, প্রচার সম্পাদক কমরেড বাচ্চু, মহানগর পরিবেশ সম্পাদক অর্পূব ইসলাম জসিম, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, সাংস্কতিক বিষয়ক সম্পাদক মামুন দাস, সহ সম্পাদক মো. রনি, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি আহসান হাবীব শামীম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।
মনোয়নপত্র জমার সময় মোসলেম উদ্দিন আহমেদ বলেন, দলের সিদ্ধান্তে নেতা কর্মীদের সাথে নিয়ে মেয়র প্রার্থী হিসেবে মনোয়নপত্র দাখিল করলাম। সন্ত্রাস, মাদক ও যানজট নারায়ণগঞ্জের অন্যতম সমস্যা। এগুলো সমাধানে একটি দক্ষ পরিকল্পনা দরকার। আমি চাই একটি দক্ষ পরিকল্পনা করে নারায়ণগঞ্জের সার্বিক সমস্যার সমাধান করে একটি মডেল নগরী হিসেবে গড়ে তুলতে।