বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর জাতীয় শ্রমিকলীগ এর সভাপতি কাজিম উদ্দিন আহমেদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতের তৈরি সংগঠন জাতীয় শ্রমিক লীগ। যারা জাতীয় শ্রমিক লীগ করেন তারা সবাই বঙ্গবন্ধুর সৈনিক। জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জের অন্যান্য সংগঠনের চেয়ে বেশি শক্তিশালী সংগঠন।
বুধবার বিকাল ৫টায় নারায়ণগঞ্জ দুই নং রেল গেইট নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ এর প্রধান কার্যালয়ে জাতীয় শ্রমিকলীগ নারায়ণগঞ্জ মহানগর এর সাংগঠনিক বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর জাতীয় শ্রমিকলীগ এর সভাপতি কাজিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক শরফুউদ্দিন আহমেদ সুজন, মহানগর শ্রমিক লীগ নেতা শফিকুল ইসলাম , সেলিম মোল্লা, মো. কবির হোসেন, শহীদুল ইসলাম, ফয়সাল আহমেদ, কাজী সালাম, আরিফ মাহমুদ প্রমুখ।
তিনি আরো বলেন, আগামী এক মাসের মধ্যে নারায়ণগঞ্জ মহানগর নয়টি ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগ কমিটির গঠিত হবে এবং পালাক্রমে মহানগরের সাতাশটি ওয়ার্ডে শ্রমিক লীগ সু সংগঠিত করা হবে । কেউ পদ পদবি নিয়ে ঘরে বসে থাকতে পারবে না সবাইকে কাজ করতে হবে। । যারা ত্যাগী ও দলের জন্য কাজ করে তাদেরকে নিয়ে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করা হবে।
তিনি আরও বলেন, আগামী সেপ্টেম্বরে জাতীয় শ্রমিক লীগ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে। তাই নেতৃবৃন্দের আগামী ১২ তারিখ সকাল দশ টায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে সকল জাতীয় শ্রমিকলীগ এর নেতা কর্মীদের উপস্থিত হয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার আহ্বান জানান ।