নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৩৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মহফিল ও খাবার বিতরন অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার বাদ জোহর জেলা আইনজীবি সমিতির ৪র্থ তলায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলার আয়োজনে ও জাতীয়তাবাদী যু্ব, আইন ছাত্র ফোরাম নারায়ণগঞ্জ সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি অ্যাাড. হুমায়ুন কবির’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খাঁন, সাবেক পিপি নবী হোসেন নবী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক অ্যাড. এইচ এম আনোয়ার প্রধান, আইনজীবী ফোরামের সদস্য শারমিন ও মো. মাইনউদ্দিন, জাতীয়তাবাদী যুব আইনজীবী ফোরামের আহ্বায়ক আঞ্জুমান আহমেদ রিফাত ও সদস্য সচিব মোঃ রাসেল মিয়া , সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল রহমান ফাহিম, জাতীয়তাবাদী ছাত্র আইন ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাবিবুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এসময় বক্তরা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষক ও সেক্টর কমান্ডার । বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বি এন পি) এর প্রতিষ্ঠা । শহীদ জিয়াউর রহমানের ৩৫ তম শাহাদাৎ বার্ষিকীতে আমরা তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি । এই দিনে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গনতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলনে অংশগ্রহন করতে আহ্বান জানান।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।