বিজয় বার্তা ২৪ ডট কম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নগরীতে শহর যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু’র উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র্যালী বের হয়। এসময় র্যালীটি ব্যানার-ফেস্টুন, বাদ্যযন্ত্রসহ নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ২নং রেলগেইটস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, সহ-সভাপতি রবিউল হোসেন,সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত আলী, জেলা ছাত্রলীগ সভাপতি আজিজুর রহমান আজিজ সহ অন্যান্যরা।