বিজয় বার্তা ২৪ ডট কম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে দিনভর বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ ও নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশেন গ্রুপ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনভর নগরীর জিমখানা মাঠ সংলগ্ন কিন্ডার কেয়ার উচ্চ বিদ্যালয়, জয় গোবিন্দ উচ্চ বিদ্যালয়, গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়, দক্ষিণ রেলী বাগান, কাশীপুরসহ বিভিন্ন এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি। আরো উপস্থিত ছিলেন জয় গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম সরকার, গণ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক এম. এ কাইয়ুম, সহকারী শিক্ষক মোঃ কালাম ও মোঃ মোস্তফা স্যার, কিন্ডার কেয়ার স্কুলের শিক্ষক মোঃ হাবিব।
বৃক্ষরোপন কর্মসূচী শুরুর পূর্বে সংক্ষিপ্ত এক বক্তব্যে শেখ সাফায়েত অালম সানি অায়োজকদের উদ্দেশ্যে বলেন, জাতির জনকের জন্মই হয়েছিল জাতি হিসেবে আমাদের প্রতিষ্ঠার মহান ব্রত নিয়ে। তাঁর ঘটনাবহুল রাজনৈতিক জীবন আবর্তিত হয়েছিল একদিকে জাতিকে ঐক্যবদ্ধ করার কাজে, অন্যদিকে আবার জাতি পুনর্গঠনের কাজেও। তাঁর দূরদর্শী কর্মকাণ্ড থেকে বাদ যায়নি বৃক্ষরোপণের মতো অতি গুরুত্বপূর্ণ বিষয়টিও। এ দেশের প্রাকৃতিক ভারসাম্যতা বজায় রাখতে তিনি বৃক্ষরোপণের ওপরই জোর দিয়েছিলেন অনেক বেশি।
নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপের শিক্ষা বিষয়ক সম্পাদক অনিক চন্দ্র দে’র সার্বিক পরিচালনায় বৃক্ষরোপন কর্মসূচীতে অতিথি হিসেবে অারো উপস্থিত ছিলেন শেখ রাসেল শিশু কিশোর পরিষদ, নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি ও ওয়ার্ল্ড এন্টিটেরোরিজম অরগানাইজেশন, বাংলাদেশ চ্যাপ্টার সভাপতি ফাহিম ভুঁইয়া এমিল, নারায়ণগঞ্জ জেলা ট্রাক স্ট্যান্ড শ্রমিক কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু,গাউছিয়া সুন্নিয়া মক্তবখানার সাধারন সম্পাদক মোখলেছুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদ হোসেন রকি, জেলা ছাত্রলীগের সাবেক যু্গ্ম সাধারণ সম্পাদক ফরহাদ রেজা, সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন জিকু, সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইব্রাহীম, সাবেক কর্ম ও বাস্তবায়ন বিষয়ক সম্পাদক মনির হোসেন, সাবেক ফুটবলার কাজল দে, দক্ষিণ রেলি বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সালাউদ্দিন ও সাংগঠিক সম্পাদক সজল হোসেন বাবু, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোস্তাক অাহমেদ হাসিব, আপ্যয়ন বিষয়ক সম্পাদক রুবেল, শেখ রাসেল শিশু কিশোর পরিশদ ১৫ নং ওয়ার্ড সভাপতি আলিফ ও সাধারণ সম্পাদক সারোয়ার, ১৪নং ওয়ার্ড সভাপতি শাওন, নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপের সহ-সভাপতি আলামীন, ইউনুছ, উজ্জ্বল, অঞ্জন, রবিউল মালিক, সবুজ, সানি সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।