বিজয় বার্তা ২৪ ডট কম
সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন জেলা আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পক্ষে নির্বাচনী প্রচারনা চালিয়েছেন বিএনপি পন্থী আইনজীবীরা। আর সেই সাথে আগামী ৩০ জানুয়ারী পর্যন্ত এই ঐক্যবদ্ধ প্রচারনার মাধ্যমে ঐক্য পরিষদের পূর্ণ প্যাণেল বিজয় ছিনিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সোমবার (১৫ জানুয়ারী) নারায়ণগঞ্জ আদালত পাড়ায় সাধারণ আইনজীবীদের কাছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের জহিরুল-ভাষানী প্যাণেলের জন্য ভোট প্রার্থনা করেন তারা।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীদের সাথে নিয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে নির্বাচনী প্রচারনায় অংশ নেন সিনিয়র আইনজীবী এড. জাকির হোসেন, এড. নবী হোসেন, এড. সরকার হুমায়ুন কবীর, এড. আ: বারী ভূইয়া, এড. মশিউর রহমান শাহীন, এড. রকিবুল হাসান শিমুল, এড. বোরহানউদ্দিন সরকার, এড. আবুল কালাম আজাদ জাকির, এড. এইচএম আনোয়ার প্রধান, এড. শরিফুল ইসলাম শিপলু, এড. শেখ আনজুম আহমেদ রিফাতসহ বিএনপি পন্থী আইনজীবীরা।
আরো উপস্থিত ছিলেন প্যাণেলের সভাপতি প্রার্থী এড. জহিরুল হক, সাধারন সম্পাদক প্রার্থী এড. আব্দুল হামিদ খান ভাষানী, সিনিয়র সহ সভাপতি প্রার্থী এড. রেজাউল করিম খান রেজা, সহ সভাপতি প্রার্থী এড. আজিজ আল মামুন, যুগ্ম সাধারন সম্পাদক প্রার্থী এড. আব্দুস সামাদ মোল্লা, কোষাধ্যক্ষ প্রার্থী এড. নুরুল আমিন মাসুম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক প্রার্থী এড. সুমন মিয়া, লাইব্রেরী বিষয়ক সম্পাদক প্রার্থী এড. এ কে এম ওমর ফারুক নয়ন, ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রার্থী এড. সাইদুল ইসলাম সুমন, সমাজ কল্যান সম্পাদক প্রার্থী এড. শারমিন আক্তার, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক প্রার্থী এড. জাহিদুল ইসলাম মুক্তা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী এড. নজরুল ইসলাম মাসুম এবং কার্যকরী সদস্য প্রার্থী এড. আল আমিন, এড. রফিকুল ইসলাম আনু, এড. আহসান হাবীব ভূইয়া, এড. ফজলুর রহমান ফাহিম ও এড. আমেনা আকতার শিল্পী।