বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের জমিদারী কাঁচারীগল্লিস্থ নাহার ফুড এন্ড বেকারীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকাল ৩ টায় এই আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার ষ্টেশনের কর্মীরা আগুন নিভাতে ছুটে আসে। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, আজ ৩ টার সময় হঠ্যাৎ করে নাহার বেকারীর ভিতর আগুন নির্গত হতে দেখতে পায়। আগুন দেখে স্থানীয় লোকজন মন্ডলপাড়া ফায়ার সার্ভিসে খবর দেন। ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক কারন আগুন লেগেছে। এ ঘটনায় কোন হতাহত হয়নি।তবে আনুমানিক ৮/১০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা যাচ্ছে। আগুন নিভাতে ফায়ার সার্ভিস ৪ টি ইউনিট কাজ করেছে।