বিজয় বার্তা ২৪ ডট কম
নিতাইগঞ্জ জমিদারী কাচারীগল্লি তরুন মেলা ক্রীড়া ও সামাজিক সংগঠনের উদ্যোগে কর্মহীন এলাকাবাসীর মাঝে ৪র্থ বারের মত খাদ্য সামগ্রী উপহার পৌছে দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে সংগঠনের নেতৃবৃন্দ করোনা ভাইরাসে কর্মহীন এলাকাবাসীর ঘরে ঘরে এই খাদ্য সামগ্রী পৌছে দেন।
চারবারে মোট ৭’শ প্যাকেট দেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ লিটার তৈল, এক কেজি আলু, এক কেজি চিনি, এক কেজী বেসন, এক কেজি বুট, এক কেজি ডাল, আধা কেজি পিয়াজ, আধা কেজি লবন। এছাড়া রমজান মাসেও এই খাদ্য সামগ্রী এলাকার কর্মহীন পরিবারের মাঝে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এছাড়া সংগঠনের পক্ষ থেকে এলাকায় প্রতিদিন জীবানুনাশক ঔষধ ছিটানো হয়। এলাকার মূল পয়েন্টে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। এলাকার প্রবেশ করার প্রতিটি পয়েন্টে লকডাউন করে দেওয়া হয়েছে।
নেতৃবৃন্দ জানান, সংগঠনের নেতৃবৃন্দের ব্যক্তিগত অর্থায়নে মহামারীতে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নগরভবনের কয়েক গজ সামনেই ১৮ ওয়ার্ডের আওয়াতাধীন নিতাইগঞ্জ জমিদারী কাচারীগল্লি এলাকাটিতে এখন পর্যন্ত কোন সরকারি সহযোগীতা পৌছায় নি। ১৯৮১ সালে তৈরি এই ঐতিয্যবাহী তরুন মেলা সংগঠনটি নিজেদের উদ্যোগেই এই কার্যক্রম পরিচালনা করেছে।
উপহার খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, তরুন মেলা ক্রীড়া ও সামাজিক সংগঠন এর সভাপতি মোঃ তৈহিদ হাসাল পিয়াল, সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াসউদ্দিন লিটন, সহ সভাপতি হাজী মোঃ আবদুল করিম, সহ সভাপতি মোঃ সিদ্দিক হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম লিপু, প্রচার সম্পাদক গৌতম সাহা, মোঃ সানোয়ার হোসেন, হাজী মোঃ আনান হোসেন, মিম, নিপু, শাকিল, শ্যামল, সুখদেব সহ অন্যান্যরা।