বিজয় বার্তা ২৪ ডট কম
আওয়ামী জনাতালীগের ফতুল্লা থানার সভাপতি স্বাধীন হোসেন মনির হত্যা মামলার প্রধান ৩ আসামীকে গ্রেফতার করেছে ফতুল্লা থানার পুলিশ। বুধবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকার পোস্তাগোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ফতুল্লার বৌ-বাজার এলাকার মৃত নূর মো. সরদারের ছেলে মো. আলমগীর (৪৭), মৃত রবিউল্লাহ এর ছেলে মো. হাবিবুল্লাহ (৩২) ও কুদ্দুস মিয়ার ছেলে আরিফ হোসেন (২১)।
জানা গেছে,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফতুল্লা থানা জনতালীগ’র সভাপতি শেখ স্বাধীন হোসেন মনির হত্যা মলালার মুল হোতা মির হোসেন মিরু বাহিনীর অন্যতম সদস্য আলমগীর , হাবিবুল্লাহ ও আরিফ হোসেন কে গ্রেফতার করেছে ফতুল্লা থানার একটি চৌকস দল। মনির হত্যার পর থেকেই পলাতক ছিল ধৃত আসামীরা। এদেরকে গ্রেফতারে বিভিন্ন স্থানে নজর রাখছিল পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান মিজান-২ সঙ্গীয় ফোর্সসহ ঢাকার পোস্তাগোলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এস আই মিজান জানান,পূর্ব শত্রুতার জেরে মনিরকে হত্যা করে তার প্রতিপক্ষরা। হত্যার পর থেকেই আসামীরা পলাতক ছিল। কিন্তু পুলিশের অভিযান অব্যাহত থাকে। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পোস্তগলা এলাকায় অভিযান চালিয়ে আলমগীর , হাবিবুল্লাহ ও আরিফ হোসেন কে গ্রেফতার করতে সক্ষম হই। অন্যান্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, ডিশ লাইনের দখল নিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মুখোশধারী সন্ত্রাসী মীর হোসেন ওরফে মীরু বাহিনীর সঙ্গে মনির হোসেনের বিরোধ সৃষ্টি হয়। পরে গত ১৮ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে পাগলা এলাকার মীরু বাহিনীর সন্ত্রাসীরা নৃসংশ ভাবে শেখ স্বাধীন মনির, তার স্ত্রী পারভীন ও পারভীনের বড় বোনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এর পর ১৯ অক্টোবর সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ফতুল্লার জনতা লীগের ওই নেতা।