বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের আয়োজিত জনসভা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সেই জনসভায় অয়ন ওসমানের নির্দেশনায় জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিশাল শো ডাউন করেছেন।
শনিবার বিকেল ৩ টায় জেলা ও মহানগর ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে চাষাঢ়া বালুর মাঠ জমায়েত হয়ে মূল মিছিল নিয়ে বাগে জান্নাতের সামনে আয়োজিত জনসভায় যোগদান করেন তারা।
এসময় জেলা ও মহানগর ছাত্রলীগের নব কমিটির নেতৃবৃন্দসহ প্রতিটি ইউনিটের ওয়ার্ড, ইউনিয়ন ও কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।