বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, যারা নির্বাচন এলেই বলে আমরা আওয়ামীলীগ পরিবার আর নির্বাচন শেষ হয়ে গেলেই বলে আমরা সমাজের লোক এবার এই নির্বাচনে তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না । দুর্নীতিতে অভিযুক্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। তাই আগামী নির্বাচনে জনগণ কোন দুর্নীতিতে জড়িত মানুষকে ভোট দিবে না বলে আশা করি।
আগামী ২৯ তারিখ নারায়ণগঞ্জ আওয়ামীলীগ এর জনসভাকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার রাত সাড়ে ৭ টায় শহরের চাষাঢ়া রাইফেল ক্লাবে কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
মহানগর আওয়ামীলীগ এর সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহা সঞ্চলনায় কর্মীসভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবু চন্দন শীল, সহ সভাপতি গোপিনাথ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জি.এম আরাফাত, সদস্য শিখন সরকার শিপন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক মো. জুয়েল হোসেন, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক সুজন, সহ সভাপতি এড আলী আকবর, মহানগর ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান রিয়াদ, যুগ্ম আহ্বায়ক নাসিম মাহমুদ তপন, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তামিম ইসলাম জয়, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান স্মৃতি সহ বিভিন্ন থানার নেতাকর্মীবৃন্দ।
তিনি আরও বলেন, আগামী ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। ২৯ তারিখে পৌর ওসমানী স্টেডিয়ামের সামনের মাঠে জনসমাবেশের মাধ্যমেই তৃণমূল নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে প্রার্থী ঘোষনা করা হবে। তাই নেতা কর্মীদের নৌকা প্রতিককে বিজয়ী করতে মাঠে কাজ করতে হবে।