জঙ্গী দমনে শ্রমিকরা সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে পারে-জেলা প্রশাসক
দেশের স্বার্থে জঙ্গীবাদের বিরুদ্ধে শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে – আলহাজ্ব কাউছার আহমেদ পলাশ
বিজয়বার্তা২৪.কম
ইসলাম ধর্মে বলা হয়েছে শ্রমিকদের ঘাম শুখানোর আগে তার প্রাপ্য মজুরি পরিশোধ করার কথা। মালিক, শ্রমিক, পুজি ও প্রতিষ্ঠান ছাড়া কোন শিল্প হতে পারে না । সবাইকে সকল পেশার প্রতি সম্মান বোধ রাখতে হবে । কাউকে কোন কিছুতে ছোট করে দেখা যাবে না । শিল্প কারখানার মালিক ও শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে শিল্পের বিকাশ ঘটবে । মালিক শ্রমিক একসঙ্গে কাজ করলে যে কোন সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে । মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা শ্রমিক কর্মচারী ঐক্য জোট ( ৭৪ সংগঠন ) আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের যৌথ বাহিনীর অভিযানে আমেরিকা ও কানাডার মোষ্ট ওয়ান্টেড জঙ্গী সংগঠনের মূলহোতা তামিম চৌধুরী না’গঞ্জের পাইকপাড়ায় দুই সহযোগী নিয়ে নিহত হয়েছে । জঙ্গী গোষ্ঠীদের আরেক হোতা মেজর জিয়া এখন গোয়েন্দাদের নজর দারিতে আছে । সে যদি স্বেচ্ছায় ধরা না দেয়, তাহলে তার পরিনতি তামিমের মতই হবে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ২০৪১ সালে মধ্য আয়ের দেশ রূপান্তরিত করতে শ্রমিকরা প্রধান ভূমিকা পালন করবে। জঙ্গী দমনে মালিক শ্রমিক সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারে। শিল্প প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করেন, কাউকে জঙ্গী সন্দেহ হলে অবশ্যই শিল্প পুলিশকে তথ্য দিয়ে তাদেরকে ধরিয়ে দিতে সহায়তা করুন।
সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের ৭৪ সংগঠনের প্রধান সমন্বয়ক শ্রমিক নেতা আলহাজ¦ কাউছার আহমেদ পলাশ বলেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ কাজ করে গার্মেন্টস ও নীটওয়্যার শিল্পের উপর নির্ভরশীল। আর এই শিল্পকে ধবংস করার জন্য গুলশান হলি আর্টিসান বেকারীতে জঙ্গী হামলা চালিয়ে বিদেশী ৯জন বায়ারদের হত্যা করে । বিদেশীদের বায়ারদের হত্যার মাধ্যমে তারা এদেশে গার্মেন্টস ও নীটওয়্যার শিল্পে যে সুনাম অর্জন করেছে, তা ব্যহৃত করতে চেয়েছিল। আজ যদি এ দেশে নীটওয়্যার শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের দেশের লক্ষ লক্ষ শ্রমিক কর্মহীন হয়ে পড়বে।
পলাশ বলেন, কোরআন শরীফে আল্লাহ্ পাক মানুষকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন। আল্লাহ্ বিভিন্ন সময়ের মাধ্যমে আয়াত নাজিল করেন । কিন্তু জিহাদের নামে তরুণ সমাজকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হচ্ছে । ইসলাম পরম শান্তির ধর্ম, কিন্তু কিছু সংখ্যক মৌলবাদীরা কোরআন শরীফের আয়াতের ভূল ব্যাখ্যা দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তরুণ সমাজকে সন্ত্রাস ও জঙ্গীবাদের দিকে দাবিত করার চেষ্টা করছে। এরপর এই সন্ত্রাস ও জঙ্গীবাদ গোষ্ঠীরা একের পর এক হামলা চালিয়ে মানুষ হত্যা করছে ।
তিনি আরও বলেন, যাদের ভিতরে এই জঙ্গীবাদ ঢুকে পড়েছে তাদেরকে আর ফিরিয়ে আনা সম্ভব না, কিন্তু নতুন করে আর কেউ যেন এই জঙ্গীদের সাথে সম্পৃক্ত না হয় সেদিকে কঠর নজর রাখতে হবে। সারা দেশে সরকারের পক্ষ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে । আমাদের সাধারণ শ্রমিকেরা বাড়িভাড়া নিতে গেল তারা বিভিন্ন সমস্যার সম্মূখীন হচ্ছেন । শ্রমিকরা শিল্পের তথা এদেশের উন্নয়নের জন্য যেমন ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারে, ঠিক তেমনি দেশের স্বার্থে জঙ্গীবাদের বিরুদ্ধে তারাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে । আমাদের গার্মেন্টস শিল্পে কেউ যেন জঙ্গীবাদ সৃষ্টি করতে না পাওে, সেজন্য আমরা প্রতিটি গার্মেন্টস শিল্পের শ্রমিকদের নিয়ে জঙ্গীবাদ বিরোধী বিশেষ কর্মশালার ব্যবস্থা করবো ।
৭৪ সংগঠনের প্রধান সমন্বয়ক শ্রমিক নেতা আলহাজ কাউছার আহমেদ পলাশ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট মোঃ সারোয়ার হোসেন, শিল্প পুলিশ পরিচালক এসপি সানা সামিনুর রহমান, বিকেএমই সহ সভাপতি ( অর্থ ) জি.এম ফারুক, সহকারী শ্রম পরিচালক ইয়াসিন আকতার, জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি একেএম আশরাফুজজামান খান, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একেএম ফয়েজ হোসেন, ইউনাইটেড শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হোসাইন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সভাপতি বাহারানে সুলতান বাহার, আন্তর্জাতিক শ্রমিক অধিকার সংঘের বিশ্লেষক মো. তানভীর হায়দার খান, জাতীয় গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশন এর সাধারণ সম্পাদক সাফিয়া পারভীন, গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রহিমা আকতার সাথী, নারায়ণগঞ্জ জেলা চুয়াত্তর সংগঠনের সমন্বয়ক আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক গোলাম কাদির, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাস নারায়ণগঞ্জ জেলার সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, নারায়ণগঞ্জ অটো রিক্সা (ইজিবাইক) শ্রমিক মালিক সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, গোলাম কিবরিয়া সাত্তার প্রমূখ ।