বিজয় বার্তা ২৪ ডট কম
কৃষক শ্রমিক জনতা লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ার বলেন, ঘুমিয়ে থাকা ছাত্রদের জাগ্ৰত করতে হবে। কারন ছাত্রদের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ । তাই ছাত্রদের ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশের একটি সুন্দর সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে । কিন্তু বর্তমান আমাদের ছাত্র সমাজ ও যুব সমাজ কে ধ্বংসের মাধ্যমে দেশ কেও ধ্বংস করার প্রয়তারা চালাচ্ছে । কারন নেতারা তাদের সন্তানদের নেতা বানাতে চায় । তারা চায়না যে একজন দিনমজুরের ছেলে নেতা হোক । প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে আমাদের দেশের তরুণ ছাত্র সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে । এই প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে মেধাবী ছাত্রদের মেধা কে ধ্বংস করা হচ্ছে । আমরা চাই প্রকৃত ছাত্র মাধ্যমে ছাত্র আন্দোলন প্রতিষ্ঠ হোক । বর্তমান দেশের পরিস্থিতিতে আমাদের ছাত্র সমাজ কে ছাত্র আন্দোলনের পতাকা তলে আস্তে হবে । আগামী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে একটি মাদক ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে চাই ।
শনিবার ( ১৮ নভেম্বর ) সন্ধ্যায় শহরের এক নং বাবুরাইল আমতলা এলাকায় ছাত্র আন্দোলনের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
নারায়ণগঞ্জ জেলা ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোঃ ইমরান হোসেন জিসান’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ সভাপতি সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ফতুল্লা থানা কমিটির সভাপতি মাহবুবুর রহমান পারভেজ, বন্দর থানার সমন্বয়ক মাকসুদ এলাহী, জেলা শ্রমিক লীগের সমন্বয়ক মোঃ ইউসুফ আলী, জেলা ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোঃ জামান প্রমুখ ।
সভা শেষে ছাত্র আন্দোলনের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় ।