নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
শুক্রবার বিকেল ৫টায় বন্দরের লেজারার্স আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটি গঠনকল্পে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সমাজ সেবক ও রাজনীতিবিদ খান মাসুদের সভাপতিত্বে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন স্থানীয় সমাজ সেবক ক্যাপ্টেন এম এ জিন্নাহ,হাজী মোঃ শাহনেওয়াজ খান,নূর মোহাম্মদ,আলী আহাম্মদ সরকার,কাজল খান,শরীফ হাসান চিশতী,লিটন খান,সাংবাদিক এস এম বাবুল,মোঃ নূরউদ্দিন,মোঃ শাহজাহান,জয়নাল আবেদীন,মোঃ আবুল হাসেম,মোঃ বশির,দুলাল হোসেন,শহীদ খান,হাজী সফিকুল ইসলাম প্রমুখ। পরিশেষে সম্মতিক্রমে লিখিতভাবে(কন্ঠভোটে)সমাজ সেবক তথা থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদকে সভাপতি ঘোষণা দিয়ে আগামী শুক্রবার পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের প্রাক্কালে খান মাসুদ উপস্থিত গণ্যমান্য ব্যাক্তিবর্গের উদ্দেশ্যে বলেন,বর্তমানে সমাজিকভাবে বিচার ব্যবস্থা নেই বললেই চলে। সমাজিক বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়েছে বিধায় আজকে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সমাজের ভাল মন্দ দেখার দায়িত্ব আমাদের সকলের। অপরাধ আর অপরাধীদের দমনে সামাজিক বিচার ব্যবস্থার বিকল্প নেই। মহল্লায় মহল্লায় পঞ্চায়েত কমিটি গঠনের মাধ্যমে অপরাধীদের ঠেকাতে হবে।