বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই। চারজনের প্রার্থিতা বাতিল।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (২০২১-২০২৩) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৪ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। ১৬মার্চ, ২০২১ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে নির্বাচন বোর্ড যাচাই-বাছাই শেষে ত্রুটিপূর্ণ হাওয়ায় জেনারেল গ্রুপে দুইজনের এবং অ্যাসোসিয়েট গ্রুপে দুইজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।
যাচাই- বাছাই শেষে জেনারেল গ্রুপে ১৬ জনের, অ্যাসোসিয়েট গ্রুপে ৭ জনের এবং ট্রেড গ্রুপে একজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ মার্চ রবিবার ।
১৮ এপ্রিল ২০২১ রবিবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে।