বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগব্জের চাষাঢ়ায় সরকারি কাজে বাধা ও হত্যার উদ্দেশ্যে পুলিশের উপর হামলা মামলায় তিন হকার নেতাকে দুইদিনের রিমান্ড দিয়েছে আদালত।
তারা হলেন- জেলা হকার্স সংগ্রাম পরিষদের আহ্বায়ক আসাদুল ইসলাম, কালু গাজী ও মানিক দেওয়ান।
রোববার ওই তিনজনকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীন দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা, হত্যার উদ্দেশ্যে আঘাত, সড়ক অবরোধ করে যানজট সৃষ্টিসহ নানা অভিযোগে ২৭ জনের নাম উল্লেখসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। বুধবার ( ১০ মার্চ) নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে মামলাটি করেছেন।
এ মামলায় এজাহারভুক্ত বাকি আসামিরা হলেন- সোহেল, টিপু, যুবরাজ, সাজ্জাদ, কায়েস দর্জি, আল আমিন, সিদ্দিক, বিল্লাল হোসেন, মো. রায়হান, মামুন, হৃদয়, জাহাঙ্গীর, শফিকুল, এরশাদ, বিপ্লব, রাজু, রিয়াদ, নিজাম, করিম, সোহলে মিয়া, রিজন, নাসির, সাইফুল, শহিদুল, আমিনুল, মাহাবুব, বিমল কান্তি দাস।
মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে শহরের ফুটপাতে বসার দাবিতে আন্দোলন করা হকারদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই সময় বিক্ষুব্ধ হকাররা বঙ্গবন্ধু সড়ক, সলিমুল্লাহ সড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে সড়কে আগুন ধরানোর পাশাপাশি ১০টি যানবাহন ভাঙচুর করে। এ ঘটনায় যাত্রী, পুলিশ, হকারসহ কমপক্ষে ৩০ জন আহত হন। পরে ঘটনাস্থল থেকে তিন হকার নেতাকে আটক করে পুলিশ।