নারায়ণগঞ্জ প্রতিনিধী,
নারায়ণগঞ্জে চাল আত্মসাৎতের অভিযোগে মানব কল্যান পরিষদের নেতা মান্নানের বিরুদ্ধে এবং ত্রাণের দাবিতে সদর উপজেলা অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন দুই শতাধিক মানুষ।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ফতুল্লায় ঘন্টাব্যাপী অবস্থান করে বিক্ষোভ করেন ফতুল্লার সস্তাপুর ও সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার এই বাসিন্দারা।
তারা অভিযোগ করেন, মানব কল্যান পরিষদ নামে একটি মানবাধিকার সংগঠনের নেতা আবদুল মান্নান জেলা প্রশাসকের তহবিল থেকে তিন শতাধিক মানুষের নামে ত্রান সামগ্রী এনে আত্মসাৎ করেছে। ত্রানের নামে সরকারি তালিকায় নাম লেখানোর কথা বলে তাদের কাছ থেকে ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়েও ত্রাণ দেয়া হয়নি তাদের। সেই ত্রান সরবরাহ করা হয়েছে মান্নান নামের ওই ব্যক্তির আত্মীয় স্বজনসহ নিজস্ব লোকজনের মধ্যে। এখন পর্যন্ত সরকারিভাবে কোন খাদ্য সহায়তা পাননি তারা। সরকারি ছুটি ঘোষণার পর থেকে কাজে যেতে না পারায় তাদের ঘরে খাবার নেই। উপোস থাকতে হচ্ছে। যে কারনে বাধ্য হয়ে সরকারি খাদ্য সাম্রগীর পাবার আশায় রাস্তায় নেমেছেন তারা। সরকারি ত্রান আত্মসাৎকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন দিনমজুর ও খেটে খাওয়া এসব মানুষ।
এসময় সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান ইউএনও। তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার আশ্বাসে বিক্ষোভকারীরা চলে যান। তবে সরকারি ত্রাণ বিতরণে কোন ইউপি সদস্য ও চেয়ারম্যান সহ কোন ব্যক্তি অনিয়ম করলে তাঁকে ছাড় দেয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন নাহিদা বারিক। পরে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকের আশ্বাসে তাঁরা বাড়ি ফিরে যান।