বিজয় বার্তা ২৪ ডট কম
প্রয়াত চারণ সংগঠক সুজাউদ্দিন বাদলের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চারণ সাংসস্কৃতিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ সন্ধ্যা ৬ টায় ২ নং রেল গেইটস্থ বাসদ র্কাযালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। চারণের জেলা সংগঠক প্রদীপ সরকারের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, জেলার সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, প্রগতি লেখক সংঘের জেলার সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সমাজ অনুশীলন কেন্দ্রের সমন্বয়ক রঘু অভিজিৎ রায়, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার সমন্বয়ক এম এ মিল্টন, সুজাউদ্দিন বাদলের ছোট ভাই ইমতিয়াজউদ্দিন আহমেদ জুলু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলার সভাপতি সুলতানা আক্তার, কবি রইস মুকুল, শিক্ষক আব্দুল খালেক, চারণ সংগঠক প্রদীপ কুমার সরকার, জামাল হোসেন, সেলিম আলাদিন।
নেতৃবৃন্দ বলেন, কমরেড বাদল আজীবন মেহনতি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত ছিলেন। তিনি একজন সৎ, আর্দশবান, বন্ধুবৎসল মানুষ ছিলেন। তার ৫০ বছর বয়সে এসে তিনি গান শিখেন এবং সাংস্কৃতিক সংগঠন চারণে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৯ সালের ৩০ মার্চে তার মৃত্যু বেশ শূন্যতা তৈরি হয়েছে। মৃত্যুদিবসে তার স্বপ্নের আদর্শ মার্কসবাদের ভিত্তিতে একটি শোষণহীন সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা নির্মাণের সংগ্রামে নিজেদের নিয়োজিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।