বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের চাঁনমারী বস্তিতে র্যাব-১১ এর অভিযানে ৮ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহষ্পতিবার দুপুরে সদর উপজেলার ফতুল্লার চাঁনমারী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ মোছাঃ হাসি বেগম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন চাঁনমারী মডেল কলেজ এলাকার খোরশেদ আলম বাবুর স্ত্রী এবং আসামী মোঃ রিপন মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন কড়াইবাগ এলাকার মৃত হযরত আলী শেখের ছেলে।
র্যাব-১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে চাঁনমারী বস্তি এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। উল্লিখিত আসামীরা বিভিন্ন কৌশলে কুমিল্লা জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন চাঁনমারী বস্তি এলাকায় মোছাঃ হাসি বেগমের বসতঘরের কাঠের পাটাতনের নিচে মজুদ করে রাখতো এবং সুবিধামত সময়ে এই নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। দীর্ঘদিন এই মাদক ব্যবসায়ী চক্রের উপর গোপন নজরদারী করে আজ র্যাব-১১, সিপিএসসি’র একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন চাঁনমারী বস্তি এলাকায় গ্রেফতারকৃত আসামী মোছাঃ হাসি বেগম এর বসতঘরের কাঠের পাটাতনের নিচে বিশেষভাবে মজুদকৃত অবস্থায় সাড়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করে এবং মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় ১। মোছাঃ হাসি বেগম (৩৫) ও ২। মোঃ রিপন (৩৫)’দেরকে হাতে-নাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে এবং বিশেষ কৌশলে পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে থাকে। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী মোছাঃ হাসি বেগম এবং আসামী মোঃ রিপন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে ইতোঃপূর্বে একাধিক মাদক মামলা চলমান রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।