বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের জয়নাল আবেদীন ওরফে আল জয়নালকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে শহরের টানবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, জুবায়ের নামে এক ব্যক্তি শুক্রবার রাতে জয়নালের বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে একটি মামলা করেন। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে চলতি বছরের ২৪ এপ্রিল সন্ধ্যায় স্বর্ন ব্যাবসায়ী ফারুক নামে এক ব্যাক্তির কাছ থেকে ২২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এই ভূমিদস্যুকে গ্রেফতার করা হয়েছিল।
এছাড়া গত বছরের ২৪ ডিসেম্বর থানায় ঢুকে পুলিশকে গুলি করার অভিযোগ ছিলো এই জয়নালের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করলেও আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের দেনদরবারে পরদিন ২৫ ডিসেম্বর তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
এছাড়াও হাসান ফেরদৌস জুয়েলের দায়ের করা একটি মামলায় ২০১৫ সালের ৫ মার্চ জয়নালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
অপরদিকে ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে জামায়াত ও শিবিরকে পৃষ্ঠপোষকাতর অভিযোগে সদর মডেল থানায় জয়নালের বিরুদ্ধে মামলাও হয়েছিল। এছাড়া ২০১২ সালের ১ নভেম্বর জয়নালের বিরুদ্ধে তৎকালিন সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের একটি জিডি করেছিলেন।