বিজয় বার্তা ২৪ ডট কম
চট্রগ্রামে মুক্তিযোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নারায়ণগঞ্জ জেলা শাখা। মানববন্ধনে বক্তারা মুক্তিযোদ্ধাদের উপর হামলার নির্দেশদাতা চট্রগ্রামের বাঁশখালির এমপি মোস্তাফিজুর রহমানের সংসদ সদস্যপদ বাতিল ও তাকে গ্রেফতারের দাবী জানিয়ে বলেছেন, মুক্তিযোদ্ধাদের উপর হামলা করে তিনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন। যিনি রাষ্ট্রদোহী রাষ্ট্রের সংসদে তার সদস্যপদ থাকতে পারেনা।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার সকাল দশটায় অনুষ্ঠিত এ মানববন্ধনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এডভোকেট নুরুল হুদা, বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কাজী নাসির উদ্দিন, বন্দর ইউনিয়ন কমান্ডার আব্দুল আজিজ, এনায়েতনগর ইউনিয়ন কমান্ডার শামসুল হক পন্ডিত, রমিজ উদ্দিন, মহিউদ্দিন আহমেদ রতন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা শাখার সদস্য সচীব ইঞ্জিনিয়ার রেজাউল করিম রাজিব,সহ-সাংগঠনিক সম্পাদক আল ওয়াজেদুর রহমান, সোনারগাঁ উপজেলা সন্তান কমান্ডের সভাপতি বিল্লাল হোসেন, সহ-সভাপতি হাজী বেলায়েত হোসেন, সাধারন সম্পাদক মাহফুজুর রহমান, বন্দর উপজেলা সন্তান কমান্ডের আহ্বায়ক শেখ কামাল, নীলা আহমেদ নিশি, সৈয়দ ওমর খালেদ এপন, সৈয়দ রাশেদুল হাসান প্রমুখ।
সমাবেশে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এডভোকেট নুরুল হুদা বলেন, এমপি মোস্তাফিজুর রহমান নব্য মুস্তাক। নব্য মীরজাফর। এসকল মুস্তাকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। নইলে এর চরম খেসারত দিতে হবে আওয়ামীলীগকে।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলার আহ্বায়ক শরীফ উদ্দিন সবুজ বলেন, যদি দেশে গুনির মুল্যায়ন না হয়, দেশপ্রেমিক-মুক্তিযোদ্ধার মুল্যায়ন না হয় তবে দেশে গুনির জন্ম হবেনা, দেশপ্রেমিক বা মুক্তিযোদ্ধার জন্ম হবেনা। মুক্তিযোদ্ধাদের উপর হামলার মাধ্যমে এমপি মোস্তাফিজুর রহমান রাষ্ট্রদোহিতা করেছে। যে রাষ্ট্রদোহী তার সংসদ সদস্যপদ থাকতে পারেনা। এ ঘটনার জন্য তাকে গ্রেফতার করে তার বিচার করতে হবে।
গত ২৬ জুলাই মারা যান চট্রগ্রামে মুক্তিযোদ্ধা আলী আশরাফ। তিনি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করা মুক্তিযোদ্ধা মৌলভী সৈয়দের ভাই। মুক্তিযোদ্ধা আলী আশরাফকে মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়নি। মুক্তিযোদ্ধা আলী আশরাফ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে চট্রগ্রামের বাঁশখালির এমপি মোস্তাফিজুর রহমান কটুক্তি করেন। মুক্তিযোদ্ধা আলী আশরাফকে রাষ্ট্রীয় মর্যাদা না দেয়ার প্রতিবাদ ও এমপি’র কটুক্তির প্রতিবাদে গত ২৪ আগষ্ট মানববন্ধন করে চট্রগ্রামের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। এ মানববন্ধনে এমপি’র নির্দেশে স্থানীয় মেয়রের নেতৃত্বে হামলা চালানো হয়। পরে এ ঘটনায় পুলিশ এমপি’র এ পি এসসহ চারজনকে গ্রেফতার করে।