বিজয় বার্তা ২৪ ডট কম
শ্রী শ্রী গুরু গৌরাঙ্গৌ শ্রীমন্মহা প্রভুর শুভ আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা উৎসব উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রাব্বী মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, রুপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সালমা ইসলাম, রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌস আরা নীলা, রুপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন রানু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শংকর কুমার সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, হিন্দু মহাজোটের সিনিয়র সহ সভাপতি মানিক চন্দ্র সরকার, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের অধ্যক্ষ শ্রী হংসকৃষ্ণ দাস ব্রহ্মচারী, রুপগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিগেদ বিশ্বাস, আরো উপস্থিত ছিলেন, ডা.রঞ্জিত বাবু, প্রদীপ কুমার মন্ডল, রুপানুগ গৌর দাস, শ্যামল চন্দ্র বিশ্বাস, রাজীব রায় প্রমুখ ।
এ সময় আগামী ১২ মার্চ থেকে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে তিনদিন ব্যাপি গৌর পূর্ণিমা উৎসব উদযাপন উপলক্ষ্যে আলোচনা করা হয় ।