বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গরীব অসহায় ও দুস্থদের মাঝে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান সামগ্রী ও জীবাণু নাশক স্যানেটাইজার বিতরণ করা হয়। দিনপ্যাপী উপজেলার তারাবো পৌর দক্ষিনপাড়া ও হাটিপাড়া এলাকায় ঘুরে ঘুরে তিন শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা চেয়ারম্যান শাজাহান ভুইয়া, উপজেলা সহকারী কমিশনার ভুমি তরিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট তাহেরা আক্তার ববি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, ওয়ারেন্ট অফিসার লিয়াকত, কাউন্সিলর আমির হোসেন, সাংবাদিক আশিকুর রহমান হান্নান, ইমদাদুল হক দুলাল, রাসেল মাহমুদ, শাহেল মাহমুদ সহ অন্যান্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, পর্যাপ্ত খাদ্য সামগ্রী মজুত আছে। খাদ্যের জন্য কোন অসহায় মানুষকে কষ্ট করতে হবে না। পর্যায়ক্রমে সরকারের দেওয়া খাদ্য সামগ্রী উপজেলার প্রত্যেক দুঃস্থ্য ও দরিদ্রদের ঘরে ঘরে পৌছে দেওয়া হবে।