বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরের মধ্যে শাহ আলী খালটিই বাকি ছিল। দীর্ঘদিন ধরে এটি অবৈধ দখলে ছিল। এখন খালটি সংরক্ষণে এর পাশে গাছ লাগানো হবে। শহরের শেখ রাসেল নগর পার্কের আদলেই গড়ে তোলা হবে খালের আশপাশ। যাতে ভবিষ্যতে আর কেউ দখল নিতে না পারে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের খানপুর এলাকার আলী শাহ খালের পুনরুদ্ধার ও পুনঃখনন কাজ পরিদর্শনে গিয়ে এ আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
শহরের খানপুর এলাকায় পাঁচশ মিটার খাল অবৈধ দখলদারদের থেকে উচ্ছেদ করে পুনঃখনন কাজ শুরু করেছে সিটি করপোরেশন।
মেয়র আইভী বলেন, সিটি কর্পেোরেশন প্রথম থেকে জলাবদ্ধতা নিরসনে অনেক উদ্যোগ নিয়েছে। এমন কোনো ওয়ার্ড নেই যেখানে এখন ড্রেন নেই। ড্রেন করেছি কিন্তু খালের কী অবস্থা? খাল উদ্ধার করে সংরক্ষণের ব্যবস্থা নিতে শুরু করেছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর মিনোয়ারা বেগম মিনু,১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসেম শকু, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জমসের আলী ঝন্টুসহ সিটি কর্পোরেশনের উচ্ছেদ কর্মকর্তা ও কর্মীরা।