বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক ঘোষিত কর্মসূচি পুলিশ প্রহরায় গোল টেবিল সমাবেশের মাধ্যমে পালন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি ।
বৃহস্পতিবার ( ৫ জুলাই ) সকাল এগারোটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পিছনে এই গোল টেবিল সমাবেশ অনুষ্ঠিত হয় । এ সময় সদর মডেল থানার পুলিশ তাদের কে ঘিরে রাখে ।
জেলা বিএনপির সহ সভাপতি এড. আবুল কালাম আজাদ বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম সম্পাদক এম এ আকবর, যুগ্ম সম্পাদক লুৎফর রহমান খোকা, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, মাশুকুল ইসলাম রাজিব, সহ সাংগঠনিক রুহুল আমিন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ আলম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক রিপন, জেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মন্টু মেম্বার প্রমুখ ।
এর আগে সকাল সাড়ে দশটার দিকে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব’র নেতৃত্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু চিকিৎসা ও মুক্তির দাবিতে শহরের চাষাড়া চত্বর সামনে মিছিল বের করলে সদর মডেল থানার পুলিশ তাদের কে ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায় । এ সময় পুলিশ ওমর খৈয়াম নামে এক ছাত্রদল কর্মী ও পরে শান্তনা মার্কেট হতে সুমন নামের আরেক যুবদল কর্মী কে আটক করা হয় ।