বিজয় বার্তা ২৪ ডট কম
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, বর্তমান সরকার মিথ্যা মামলা দিয়ে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কে কারাবন্দি করে রেখেছেন । কিন্তু বেগম খালেদা জিয়া কে ছাড়া আমরা কোন পাতানো নির্বাচনে অংশ করবো না । আমরা বেগম জিয়া কে কারাবন্দি থেকে মুক্ত করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচনে বেগম জিয়ার নেতৃত্বে অংশগ্রহণ করবো ।
মঙ্গলবার ( ৩ এপ্রিল ) দুপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শহীদ জিয়া আইনজীবী পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটি কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । তিনি বলেন, এই ভোটার বিহীন সরকারের আমলে দেশের শাসন কোন ব্যবস্থা নাই । দেশে গনতন্ত্র ও আইনের শাসন নাই । হত্যা, খুন ও গুমেরষ দেশ বড়ে গেছে । বিচার বিভাগের কোন স্বাধীনতা নাই । হত্যা মামলার আসামিদের জামিন হলো ও বিএনপির নেতাকর্মীদের জামিন হয় না । এই সরকারের জনগণের প্রতি কোন আস্থা নেই । তারা পুলিশের উপর ভর করে চলছে । এ সময়ে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক হান্নান সরকার ও মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খোরশেদ সহ সকল বিএনপির রাজবন্দীদের মুক্তি দাবি করেন । এবং এ সকল মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।
জেলা শহীদ জিয়া আইনজীবী পরিষদের সভাপতি এড. মোঃ সুমন মিয়ার সভাপতিত্বে ও জেলা ফোরামের দপ্তর সম্পাদক এড. আল আমিন সিদ্দিকী’র সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ূন কবির আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এড. এইচ এম আনোয়ার প্রধান, যুগ্ম সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির, সাংগঠনিক সম্পাদক এড. আনিছুর রহমান মোল্লা, সহ সাংগঠনিক মাইনুদ্দিন রেজা, কেন্দ্রীয় শহীদ জিয়া আইনজীবী পরিষদ যুগ্ম সম্পাদক এড. ওমর ফারুক নয়ন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এড. জাহিদুল হাসান মুক্তা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী যুব ফোরামের সভাপতি এড.শেখ আঞ্জুমান আহমেদ রিফাত প্রমুখ ।