বিজয় বার্তা ২৪ ডট কম
সিলেটে কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসের উপর নৃশংশ আক্রমনকারী শাবিপ্রবি ছাত্রলীগ নেতা সন্ত্রাসী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ বিকাল ৪.৩০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলার সভাপতি সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নারায়ণগঞ্জ জেলা সংগঠক জেসমিন আক্তার, ছাত্র ফ্রন্টের জেলার সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, দপ্তর সম্পাদক পলাশ চন্দ্র রায়, অর্থ সম্পাদক মুন্নী সরদার, সদস্য আশিকুর রহমান প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, গত ৪ অক্টোবর সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগমকে এমসি কলেজে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাবিপ্রবি ছাত্রলীগের সহ-সম্পাদক সন্ত্রাসী বদরুল। এই নৃশংশ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। গত ২০১২ সালে সন্ত্রাসী বদরুল একইভাবে খাদিজাকে উত্যক্ত করতে গেলে গনধোলাই এর শিকার হয়। তখন শাবিপ্রবি ছাত্রলীগ বদরুলের পক্ষ অবলম্বন করে এবং গনধোলাইকারীদের স্বাধীনতাবিরোধী বলে আখ্যায়িত করে। সুতরাং এটা পরিস্কার যে, সরকারি ছাত্র সংগঠনের আশ্রয় প্রশ্রয়ে বদরুল সন্ত্রাসী হয়ে উঠে। সন্ত্রাসী বদরুল শাবিপ্রবি ছাত্রলীগের সহ-সম্পাদক হলেও কেন্দ্রিয় ছাত্রলীগ তাকে সংগঠনের কেউ নয় যখন বলে তখন আমরা খুবই আশ্চর্য হই। এইভাবে সরকারি ছাত্র সংগঠন সবসময় তার দায় এড়িয়ে থাকে। সরকার ও প্রশাসনের আশ্রয় প্রশ্রয় পেয়ে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠে। নেতৃবৃন্দ আরও বলেন আজকের পুঁজিবাদী ভোগবাদী মানসিকতা যুবসমাজকে হিং¯্র করে তুলছে। পর্ণো ছবি, পর্ণো পত্রিকা, মাদক দ্রব্যের ব্যাপক প্রভাব যুবকদের উপর পড়ছে। যুবকরা অধঃপতিত হচ্ছে। এছাড়া বিচারহীনতার সংস্কৃতিও এসব সন্ত্রাসী কর্মকান্ডকে উৎসাহিত করছে। সোহাগী জাহান তনু হত্যার যদি বিচার হত তাহলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হতেও পারত। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিনিয়ত বাড়ছে। এর প্রতিরোধে আজ প্রয়োজন সর্বস্তরে জনগনের সংগ্রামী আন্দোলন। নেতৃবৃন্দ খাদিজা বেগমের উপর হামলাকারী সন্ত্রাসী ছাত্রলীগ নেতা বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।