বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা বলেছেন, আমরা দলের চেয়ে অপরাধকে বেশি ভাল বেসে ফেলেছিলাম। এখানে আমাদের দূর্বলতা ছিল। আমাদের দূর্বলতা ছিল বলেই আজকে দলের এই করুন অবস্থা। নইলে ক্ষমতায় থেকে পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হবে কেনো। খোকন সাহা আরো বলেন, সেলিম ওসমান এমপি হতে চেয়েছিলেন না আমরা তাকে হাতে পায়ে ধরে এমপি নির্বাচন করিয়েছি। সেলিম ভাই অত্যন্ত ভাল মানুষ,কে কোন দল সেটা তিনি খোঁজেননা। খুবই বিগ হার্টের মানুষ তিনি। আপনাদের এই এলাকায় যাতে সমস্যা না হয় সেটা আমি দেখবো। শুক্রবার সন্ধা ৭টায় বন্দরের ঘারমোড়াস্থ প্রভাতি আধুনিক শিক্ষালয় প্রাঙ্গণে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,বিগত দিনে আপনারা দেখেছেন ১শ’৬৩দিনে বিএনপি ২শ’ ৫০জনের উপরে মানুষ হত্যা করেছে। আর এই পুড়িয়ে মারা নাটকের একমাত্র নায়িকা সাবেক প্রধাণমন্ত্রী বেগম খালেদা জিয়া। তারা ক্ষমতয় থাকা অবস্থায় কতইনা ভোগান্তি পোহাতে হয়েছে আমার বাংলার জনগণকে তখন এদেশের মানুষ শুধু অপেক্ষায় থাকতো কখন বিদ্যুৎ আসবে আর সেই অবস্থার পরিবর্তণ করে ২০০৮ সালে আওয়ামীলীগের দেশরতœ জননেত্রী শেখ হাসিনা প্রধাণমন্ত্রীত্ব পাওয়ার পর সেই ২ হাজার মেঘাওয়াট বিদ্যুত থেকে আজকে ১৪ হাজার মেঘাওয়াটে উন্নীত করেছেন আর তাই সেই সুর পাল্টিয়ে এখন আর বিদ্যুৎ কখন আসবে বলেনা এখন জনগণকে বলতে শোনা যায় বিদ্যুৎ যাবে কখন। স্থানীয় সমাজ সেবক ও ঘারমোড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সহ-সভাপতি মোঃ নাছিরউদ্দিনের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মিহাজউদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড.মাহমুদা মালা ও যুগ্ম সম্পাদক শিখন সরকার শিপন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান বন্দর উপজেলা শাখার আহবায়ক শেখ কামাল,বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ,ঢাকা বিভাগীয় শ্রমিকলীগের বন্দর থানা শাখার আহবায়ক আসাদুজ্জামান খোকন,ইউসূফ মেম্বার,বন্দর থানা শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ নিজাম,কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোক্তারউদ্দিন মুক্তু,শ্রমিকলীগ নেতা আসাদুল্লাহ মাষ্টার,শরীফ হাসান চিশতী,কৃষকলীগ নেতা মোঃ শাহিন প্রমুখ।