বিজয় বার্তা ২৪ ডট কম
সম্প্রতি সম্পন্ন হওয়া নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর নির্বাচনে অংশ গ্রহণকারী প্রত্যেক প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন এমপি সেলিম ওসমান বলেছেন, দীর্ঘদিন পর অনুষ্ঠিত হওয়া নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর নির্বাচনে যারা অংশ নিয়েছেন তাদের সকলকে আমি আন্তরিক ভাবে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি যারা নির্বাচনে বিজয়ী হয়েছেন। এমন একটি নির্বাচনের আয়োজন করা হয়েছিল বলেই পূর্বের কমিটির নেতৃবৃন্দদের কাজের যথাযথ মূল্যায়ন হয়েছে।
মঙ্গলবার ২৬ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ ক্লাবের গ্রীণলন গ্রাউন্ডে ক্লাবের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পি.এস.সি, জে.এস.সি, এস.এস.সি, এইচ.এস.সি, ‘এ’ লেভেল এবং ‘ও’ লেভেল থেকে জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করায় ক্লাবের পক্ষ থেকে প্রতিষ্ঠানের সদস্যদের সন্তানদের মধ্যে ৪৬জনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেছেন, নারায়ণগঞ্জ ক্লাবের উদ্যোগে বেশ কিছু ভাল ভাল কাজ করা হয়েছে। যার মধ্যে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা। ক্লাবের সদস্যরা পরিচালনা কমিটির ভালো কাজের মূল্যায়ন করেছে। আজকে যারা এখানে সম্মাননা গ্রহণ করেছে আগামীতে তারাই নারায়ণগঞ্জের দায়িত্ব নেবে। ভালো কাজের যথাযথ মূল্যায়ন করা হলে তরুণ প্রজন্ম আরো বেশি ভালো কাজে উৎসাহিত হবে।
নারায়ণগঞ্জ ক্লাবের নবনির্বাচিত সভাপতি তানভীর আহম্মেদ টিটুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি এম সোলায়মান, মাহফুজুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ ক্লাবের নব নির্বাচিত উর্ধতন সহ সভাপতি ডাক্তার এ.কে.এম শফিউল আলম ফেরদৌস।