বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ ক্রীড়া অফিস আয়োজিত গ্রামীন ক্রীড়া উৎসব ২০১৭ইং রোববার বিকেলে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বন্দরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত উৎসবে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়া।
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার এ এইচ এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হাবিব ও হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজ গর্ভণিং বডির সভাপতি আলহাজ¦ মঞ্জুর হাসান মেম্বার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশণার(ভূমি) নাহিদা সুলতানা,বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নূরুল আমিন,বিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ¦ আহাম্মদ হালিম মজহার ম্যানেজিং কমিটির সদস্য রবিউল আউয়াল রবি,খালিদ হোসাইন,মোঃ ফিরোজ মিয়া,মোঃ আফজাল হোসেনসহ অন্যান্যা ব্যাক্তিবর্গ।
প্রধাণ অতিথি’র বক্তব্যে বলেন,শিক্ষা মানুষকে অনেক দূর নিয়ে যায় শিক্ষা ব্যাতিত কোনদিনই উন্নতির শিখরে পৌঁছা সম্ভব নয়। রোববার বিকেল ৩টায় কর্তৃক বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আরো বলেন,শিক্ষা কখনো স্বপ্ন দেখায়না শিক্ষা উপরে উঠার সিঁড়ি। শিক্ষার সিড়ি বেয়ে অনেক দূর যাওয়া যায়। এক কথায় শিক্ষা দিয়ে বিশ^টাকেও জয় করা সম্ভব। আমরা সকালে নিউজিল্যান্ড ব্রেকফাষ্ট বিকেলে লাঞ্চ করেছি ইংল্যান্ডে এ সব কিছুই সম্ভব হয়েছে কেবল শিক্ষা অর্জণ করেছি বল্ইে। তোমরাও উচ্চ শিক্ষা অর্জণ করো আমাদের মতো করে তোমরাও সকালে-বিকালে নানান দেশে ঘুরতে পারবে। দীর্ঘক্ষণের আলোচনায় জেলা প্রশাসক বিদ্যালয়ের হাজার কোমলমতি শিক্ষার্থীকে বেড়ে ওঠার গল্প শুনান।