বিজয় বার্তা ২৪ ডট কম
মঙ্গলবার নারায়ণগঞ্জে দিয়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কেকোর ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলার বন্দর পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল হক রানার উদ্যোগে নানা কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়। কর্মসূচীর মধ্যে ছিল দিনব্যাপী পবিত্র কোরআন খানি,বাদ জোহর কাঙ্গালীভোজ পরিশেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার মাহফিল। স্থানীয় কবিলের মোড়ে আয়োজিত কর্মসূচীতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সভাপতি আলহাজ¦ আতাউর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলহাজ¦ আবুল কাউছার আশা,বন্দর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ¦ হান্নান সরকার,২৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ নেছার উদ্দিন,মুসাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবদুল কাদির,সাধারণ সম্পাদক মোঃ খোকন,কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ¦ হাফেজ আহাম্মদ,সহ-সভাপতি হাজী মোঃ সাফি,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সেলিম হাসান দিলীপ,বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ফারুক চৌধুরী,যুগ্ম আহবায়ক সাইদুর রহমান,মোস্তাকুর রহমান,মোঃ সামছুদ্দিন মোল্লা,২৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ রাজিবসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধাণ অতিথি’র বক্তব্যে আতাউর রহমান মুকুল বলেন,আরাফাত রহমান কোকোর মৃত্যু কোনভাবেই মেনে নেয়ার নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তায়লা অনেক ধৈর্য্য ধারণের ক্ষমতা দিয়েছেন। চোখের সামনে এমন তরতাজা প্রাণ নিঃশে^স হওয়া সত্যিকার অর্থেই দুঃখজনক। আমরা মাননীয় চেয়ারপর্সনের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে এই শোক বইবার শক্তি দান করেন। কোকোর মৃত্যুতে আমরা এতটাই ব্যাথিত হয়েছি যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা মরহুম কোকোর বিদেহী আতœার মাগফেরাত কামনা করি। বিশেষ অতিথি’র বক্তব্যে আবুল কাউছার আশা বলেন,আরাফাত রহমান কোকোর স্বাভাবিক মৃত্যু হয়নি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গণতান্ত্রিক দল বিএনপিকে ধ্বংস করতে একটি চক্র জিয়া পরিবারের বিরুদ্ধে সুক্ষ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আরাফাত রহমান কোকোর মৃত্যু তারই পূর্বাভাস। আমরা অনকাংখিত এ ঘটনার তীব্র নিন্দা ক্ষোভ ও ঘৃনা প্রকাশসহ মরহুমের বিদেহী রুহের মাগফেরাত কামনা করছি।